

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ শহরের থিয়েটার রোড এলাকার নবম শ্রেণির ছাত্রী টুই কর্মকার (১৫) গত ২৩ জুন ২০২৫ থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওইদিন সকালে কোচিং ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। এরপর থেকে পরিবারের সদস্যরা ও আত্মীয়স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ টুই কর্মকার গোপালগঞ্জ শহরের যুগশিক্ষা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা তপব্রত কর্মকার তপু জানান, প্রতিদিনের মতো সেদিনও সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বাসা থেকে বের হয় টুই। কিন্তু দিনশেষে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাসায় খোঁজ নিয়েও মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
টুই কর্মকারের শারীরিক বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল সামান্য লম্বাটে, মাথার চুল কালো ও প্রায় ১৮ ইঞ্চি লম্বা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট এবং কালো গেঞ্জি।
পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং মেয়েটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ যদি টুই কর্মকার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে ০১৯৩৪৩১৮১৪১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ কিশোরী টুই কর্মকারের নিরাপদ প্রত্যাবর্তনই এখন সবার একমাত্র প্রত্যাশা।