ছয় দফা দাবীতে সারাদেশের মত গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করে শিক্ষার্থীরা। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয়।
আন্দোলন চলাকালে তারা সড়কের উপর দাড়িয়ে যোহরের নামাজ আদায় করে।আন্দোলনের প্রেক্ষিতে প্রায় দুইঘন্টা সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রচন্ড রোদ আর গরমে যাত্রী সাধারনের চরম ভোগান্তী পোহাতে হয়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।শিক্ষার্থীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে এবং নিজেরা রাস্তায় বসে মহাসড়ক অবরোধ করে।
পরে যোহরের সময় হলে তারা রাস্তার উপরেই নামাজ কায়েম করে। পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ঘটনা স্থলে গিয়ে শিক্ষার্থীর সাথে কথা বলে তাদের দাবী বাস্তবায়নে সরকারকে বিষয়টি অবহিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর ২টায় অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron