

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ নিয়ে ভাগ্য পরিবর্তন করছেন অনেক উদ্যোক্তা। ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে আত্মনির্ভরশীল জীবনের স্বপ্নপূরণে এই ব্যাংকের সহজ শর্তে দেওয়া ঋণ বড় ভূমিকা রাখছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের মাঝে ব্যাংকটির কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে।
গোপালগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের সদর উপজেলা শাখা ব্যবস্থাপক মেজবাউল আলম জানান, জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। বিভিন্ন শাখা ও সমিতির মাধ্যমে গ্রাহকদের কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, ব্যবসায়িক ঋণ, বাড়ি নির্মাণ ঋণ, শিক্ষা ঋণসহ বিভিন্ন সেবার আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, “আমরা চেষ্টা করছি স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে। পল্লী সঞ্চয় ব্যাংক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
ঋণ গ্রহণ করে সফলতার মুখ দেখেছেন এমন অনেকেই। গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা তাহমিনা আক্তার রূপা বলেন, “পল্লী সঞ্চয় ব্যাংক থেকে লোন নিয়ে হাঁস-মুরগি পালন শুরু করেছি। এখন এখান থেকেই পরিবারের খরচ চালাতে পারছি।”
একই এলাকার আসিয়া বেগম বলেন, “ব্যবস্থাপক মেজবাউল আলম স্যারের সহযোগিতায় আমি একটি মেশিন কিনেছি। এখন ছোট পরিসরে কাজ করছি, সংসার ভালো চলছে।”
এভাবে পল্লী সঞ্চয় ব্যাংকের সহায়তায় অনেক উদ্যোক্তা স্বাবলম্বী হচ্ছেন, যা গোপালগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।