

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি কভার ভ্যানের চালক গুরুতরভাবে আহত হয়েছেন। আজ বুধবার (৩ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা স্টার এক্সপ্রেস পরিবহনের একটি বাস এবং যশোরগামী কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনাটি ঘটে কোটালীপাড়া থানাধীন বান্দাবাড়ী ইউনিয়নের হরিনহাটী খানবাড়ী জামে মসজিদের সামনে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যশোরের ট-১১-৫২৭৪ নম্বর কভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের ফলে কভার ভ্যানের সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা চালক জসিম মিয়া (৪৫), যিনি যশোর জেলার বাসিন্দা, মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত আহত চালককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।
ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনাস্থলে কভার ভ্যানটি পাওয়া গেলেও স্টার এক্সপ্রেস বাসটি ঘটনাস্থল থেকে সরে গেছে বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে কাজ করছে।