গোপালগঞ্জে মফস্বল সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য সচিব মোঃ সোহাগ সিকদার

print news
img

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহাগ সিকদার। রবিবার দুপুর ২টার দিকে সংগঠনের সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন নিজ কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সদস্য কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন, সাংবাদিক এমডি নাঈম মিয়া ও অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা নতুন সদস্য সচিবকে অভিনন্দন জানিয়ে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, “মোঃ সোহাগ সিকদারের যোগদান গোপালগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা তার জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।”

উল্লেখ্য, এ জেড আমিনুজ্জামান রিপন নিজেও একজন সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি ক্রাইম নিউজের সম্পাদক ও দৈনিক ভোরের বাণী পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সদস্য সচিবের প্রতি শুভকামনা জানিয়ে তিনি সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *