

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহাগ সিকদার। রবিবার দুপুর ২টার দিকে সংগঠনের সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন নিজ কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সদস্য কার্ড তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন, সাংবাদিক এমডি নাঈম মিয়া ও অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা নতুন সদস্য সচিবকে অভিনন্দন জানিয়ে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, “মোঃ সোহাগ সিকদারের যোগদান গোপালগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা তার জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।”
উল্লেখ্য, এ জেড আমিনুজ্জামান রিপন নিজেও একজন সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি ক্রাইম নিউজের সম্পাদক ও দৈনিক ভোরের বাণী পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সদস্য সচিবের প্রতি শুভকামনা জানিয়ে তিনি সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।