গোপালগঞ্জে মৎস্য কর্মকর্তার অভিযান

print news

img

গোপালগঞ্জের বিলরুট ক্যানালে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা
দেবলা চক্রবতী। সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলার বিলরুট ক্যানেল,হরিদাসপুর, উলপুর এবং বসারথের খাল , তালতলা, নিজরা ।

১১ টি অবৈধ কাঠা উচ্ছেদ , ১০০০০ মিটার কারেন্ট জাল ( আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা )২৫০০ মিটার চায়না দুয়ারী জাল ( আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা ) জব্দ এবং আগুনে ভস্মীভূত করা হয় ।

জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।

সময় উপস্হিত ছিলেন জনাব মোফিজুল ইসলাম,মেরিন ফিশারীজ অফিসার ও সায়েদ্যুল ইসলাম ভুইয়া ,সহকারী মৎস্য কর্মকর্তা , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, গোপালগঞ্জ সদর, এবং স্হানীয় সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *