মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক রফিকুল সিকদার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বরইতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
নিহত রফিকুল সিকদার পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরইতলা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এসময় নিহত চালকের মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron