গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে মো. রোমান মোল্লা (২১) প্রেমের ফাঁদে ফেলে যশোর থেকে মো. আবু সুফিয়ান নামের এক যুবককে অপহরণ করেন। রোমান নারীর কণ্ঠে মোবাইলে কথা বলে আবু সুফিয়ানের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং তাকে দেখা করতে ডেকে নিয়ে অপহরণ করেন। ঘটনার খবর পেয়ে গত সোমবার (১৪ এপ্রিল) যৌথ বাহিনী অপহৃত যুবক আবু সুফিয়ানকে উদ্ধার করে এবং অপহরণকারী রোমানকে গ্রেপ্তার করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত যুবক আবু সুফিয়ান যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে, এবং অপহরণকারী রোমান গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron