গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ‘ডেমন বয়েজ’ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

print news
img

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’-এর ৮ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। গত ২৭ জুন রাত ১০টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক হওয়া কিশোর গ্যাং সদস্যদের তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। এরপর তাদের জেল হাজতে পাঠানো হয়।

আটককৃতরা সবাই কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের নাম ও পরিচয় নিম্নরূপ:
১. মোঃ জিসান (২০), গোরাখোলা
২. মোঃ হামজা মুন্সী (২০), হোগলাকান্দি
৩. মোঃ ইয়ামিন শরীফ (২০), পশ্চিম মাঝিগাতী
৪. মোঃ বেলাল মোল্লা (২০), পশ্চিম মাঝিগাতী
৫. মোঃ ইনতেমাম (২০), মহেশপুর
৬. মোঃ অনিক মাহমুদ (২০), হোগলাকান্দি
৭. মোঃ আশিক মুন্সী (২০), পশ্চিম মাঝিগাতী
৮. মোঃ হামিম শেখ (২০), দোলোকগ্রাম

অভিযানে উদ্ধার করা হয় গাঁজা ১৫ গ্রাম, একটি কল্কি এবং ৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *