

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলায় আগামী রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী, উক্ত সময়কালে কোনো ধরণের সভা, মিছিল, সমাবেশ, অস্ত্র ও বিস্ফোরক বহন, মাইক ব্যবহার কিংবা জনশান্তি বিঘ্নিত হয় এমন কার্যকলাপ নিষিদ্ধ থাকবে। একইসাথে একসঙ্গে চারজনের অধিক ব্যক্তি চলাফেরাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে এই আদেশের আওতামুক্ত থাকবে পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা, সরকারি অফিসসমূহ এবং জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কার্যক্রম।
শনিবার রাতে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এই আদেশ জারি করেন। রাত সোয়া ১১টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে—উল্লিখিত সময় ও সীমায় সকলকে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করতে।