গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আন্দারকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সরকারি জমি ফাঁকা থাকা সত্ত্বেও ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, কন্ট্রাক্টর আলম কোনও নিয়মনীতি মানা ছাড়াই সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে রাস্তা নির্মাণ করছেন। জমির প্রকৃত মালিকরা বাধা দিলে কন্ট্রাক্টর আলম হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগীরা কাশিয়ানী উপজেলার ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন এবং রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জের কাছে আইনি সহায়তার আবেদনও করেছেন। এছাড়া, কন্ট্রাক্টর আলম জোরপূর্বক লাগানো গাছ কেটে ফেলেছেন এবং ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা ভরাট করছেন বলে অভিযোগ রয়েছে।
কন্ট্রাক্টর আলমের বক্তব্য জানার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron