গোপালগঞ্জে সহিংসতার পর যৌথ অভিযানে আটক ২০, পরিস্থিতি স্বাভাবিক

print news
img

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার সহিংসতার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জেলা প্রশাসনের নির্দেশে রাত থেকেই কারফিউ জারি করা হয়। এরপর সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, “পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জনগণের জানমাল রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং অভিযান অব্যাহত থাকবে।”

ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও প্রশাসনের কঠোর অবস্থান এবং টহল জোরদার করায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *