গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় সিএসএস-এমএফপি’র আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান। অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোঃ হাফিজুল ইসলাম, গোপালগঞ্জ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার।
অনুষ্ঠানে ছয় জন কৃতি শিক্ষার্থীর মাঝে প্রাইজবন্ড তুলে দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন নিপু বিশ্বাস, পথিক পাল, আব্দুল আজিজ খান, সুপ্রিয়া রঙ্গ, অন্তরা মন্ডল ও শিবনাথ বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা করেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron