

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন স্কুলে এক ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের গণিত শিক্ষক হাসান মুহাম্মদ সাইফুদ্দিন ওরফে কাজল নিজ স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে মোবাইল ফোনে অশালীন প্রস্তাব দেন।
এই অডিও বার্তা শিক্ষার্থীর মাধ্যমে অভিভাবকদের হাতে পৌঁছালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ করেন। কিন্তু অভিযুক্ত শিক্ষক উপস্থিত না থাকায় বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে তার বড় ভাই এবং একই স্কুলের প্রধান শিক্ষক হাসান মুহাম্মদ নাসির উদ্দীনের ওপর চড়াও হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিকবার ছাত্রীদের যৌন হয়রানি করেছেন। তবে তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হওয়ায় অতীতের ঘটনাগুলো ধামাচাপা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। অভিযোগ রয়েছে, এসব বিষয়ে অর্থ বা প্রভাব খাটিয়ে ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রাখা হয়েছিল।
এলাকাবাসীর দাবি, সময়মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।