গোপালগঞ্জে হামলার পর ব্লকেড প্রত্যাহার, কৌশলগত অবস্থানের ডাক এনসিপির

print news
img

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়লেও, অবশেষে ব্লকেড কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার (১৬ জুলাই) বিকেলে ফেসবুকে একাধিক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, “ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।”

এছাড়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী অন্য এক পোস্টে লেখেন, “ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।”

বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশ চলাকালে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, সমাবেশে তাদের সাউন্ড সিস্টেম ও আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

সমাবেশ শেষে গাড়িবহরে ফেরার পথে দ্বিতীয় দফা হামলার সময় পুরো শহর উত্তপ্ত হয়ে ওঠে। এতে তিনজন নিহত ও অন্তত ১৮ জন আহত হন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই এনসিপি দেশজুড়ে ব্লকেড কর্মসূচির ডাক দিলেও বিকেলে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে তা প্রত্যাহার করা হয়। দলের শীর্ষ নেতারা সমর্থকদের প্রতি সহিংসতা এড়িয়ে “রাজপথে কৌশলগত অবস্থান” বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

গোপালগঞ্জে বর্তমানে কারফিউ জারি রয়েছে। শহরের প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী। সারা দেশে এনসিপির বিভিন্ন জেলা ইউনিট কুশপুত্তলিকা দাহ, মোমবাতি প্রজ্বালন ও মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এনসিপির তরফে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের অগ্রযাত্রা থামবে না, তবে তা হবে গণতান্ত্রিক ও সাংবিধানিক পন্থায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *