মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ জুন) সকালে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
প্রত্যেক উপকারভোগীকে দেওয়া হয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ২ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট গুঁড়া দুধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবির, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল।
জেলা প্রশাসক বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত মানুষদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ইউএনও এম রকিবুল হাসান জানান, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন।”
এর আগে জেলার চারটি উপজেলায় একই ধরনের ঈদ উপহার বিতরণ করেন ডিসি। আজকের কার্যক্রমের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলার সব উপজেলায় এই মানবিক উদ্যোগ সম্পন্ন হলো, যা ধর্মপ্রাণ জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron