মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এ সময় সহকারী পরিচালক সোহেলসহ দুদকের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দুদক সূত্রে জানা যায়, পাসপোর্ট অফিসের আনসার সদস্য ও সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা গ্রাহকদের কাছ থেকে ঘুষ দাবি এবং দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থের বিনিময়ে সেবা দেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে টিম ছদ্মবেশে পাসপোর্ট অফিসের পার্শ্ববর্তী কয়েকটি দোকানে গিয়ে দালালদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং তথ্য সংগ্রহ করে।
তথ্যে উঠে আসে, কিছু দালাল বিশেষ সংকেত বা কোডের মাধ্যমে পাসপোর্টের ফাইল আনসার সদস্যদের কাছে পাঠায়, এবং এর বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেয়। গ্রাহকদের কৃত্রিম জটিলতা সৃষ্টি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
অভিযোগে আরও বলা হয়, অফিসের আনসার কর্মকর্তা আবু তাহের পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন। আবেদন ফরম জমা থেকে শুরু করে পাসপোর্ট বিতরণ পর্যন্ত তার প্রভাব বিস্তৃত। অফিসের বাইরে তার এক ডজনেরও বেশি দালাল সক্রিয়ভাবে কাজ করছে।
দুদক টিম পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তবে তদন্ত শেষে শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron