গোপালগঞ্জ প্রেসক্লাবে চুরি, সময় টিভি ও দেশ টিভির অফিস থেকেও সরঞ্জাম খোয়া

print news
img

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রেসক্লাবে চুরির ঘটনায় সাংবাদিকদের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস, অফিস সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর রাতে শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ এবং ক্লাব প্রাঙ্গণে অবস্থিত সময় টিভি ও দেশ টিভির স্থানীয় অফিসে এ ঘটনা ঘটে।

এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো প্রেসক্লাবে চুরির ঘটনা ঘটল, তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি কিংবা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসক্লাব সদস্যরা।

ঘটনার খবর পেয়ে প্রেসক্লাব পরিদর্শনে আসেন গোপালগঞ্জে অতিরিক্ত দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন ও সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।

প্রেসক্লাব সভাপতি বিএম জুবায়ের হোসেন জানান, “সকালে পরিচ্ছন্নতা কর্মী ক্লাবের হলরুমে ঢুকে দেখতে পান, কক্ষ এলোমেলো। পরে আমরা গিয়ে দেখি বাথরুমের দরজা ও ছাদের টিন কেটে চোর প্রবেশ করেছে। ক্লাবের দুটি টিভি, দুটি ল্যাপটপ, ফ্যান, মোটর ও কাগজপত্র খোয়া গেছে।”

সময় টিভি ও দেশ টিভির রিপোর্টারদের ব্যক্তিগত ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিভাইসও নিয়ে গেছে চোরেরা। দেশ টিভির প্রতিনিধি জাবেরুল ইসলাম বাধন বলেন, “আমার মোবাইল ফোন ও ঘড়ি পরে রাস্তা থেকে উদ্ধার করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। এতে প্রমাণ হয় চোরেরা সদর রাস্তা দিয়েই নির্বিঘ্নে চলে গেছে।”

প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা বলেন, “একাধিকবার চুরির পরও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করতে পারা পুলিশ প্রশাসনের ব্যর্থতা।”

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, “চোর শনাক্ত এবং মালামাল উদ্ধারে আমরা তদন্ত শুরু করেছি। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *