মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
দেশের জাতীয় সম্পদ রক্ষায় ও অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে ধারাবাহিক সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) নরসিংদী, মুন্সীগঞ্জ ও ভৈরবসহ বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন জব্দ ও আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নেপাল কান্তি দেবের নেতৃত্বে হাজীপুর বউ বাজার, হাজীপুর পশ্চিমপাড়া ও দত্তপাড়ার পাঁচটি স্থানে অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ-নরসিংদী ও জোবিঅ-নরসিংদী এর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ৩টি বেকারির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় প্রায় ৬০ ফুট ¾’’ জিআই পাইপ ও ৫০ ফুট ¾’’ এমএস পাইপ জব্দ করা হয়। অভিযানে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযুক্ত অবৈধ সংযোগসমূহ সম্পূর্ণভাবে উচ্ছেদ করে বিতরণ লাইনের উৎস থেকে কিলিং করা হয়।
একই দিনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব সিমন সরকারের নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর, মুক্তারপুর ও পঞ্চসার এলাকায় তিনটি স্পটে অভিযান চালানো হয়। এ অভিযানে—মেসার্স তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ লি. (গ্রাহক সংকেত: ৩৭০-০০৫১),আলমদিনা বোর্ড মিলস লি. (গ্রাহক সংকেত: ৩৭০-০০৩৭),মেসার্স বিসমিল্লাহ বোর্ড মিলস লি. (গ্রাহক সংকেত: ৩৭০-০০৫১) এবং মেঘনা ফেব্রিক্স লি. (গ্রাহক সংকেত: ৩৮০/৮৭০-০০৩৫) এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় একটি আবাসিক রেগুলেটর, ২৫০ ফুট প্লাস্টিক হোজ পাইপ এবং ৩ ফুট এমএস পাইপ জব্দ করা হয়। অভিযানের ফলে মাসিক প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এছাড়া, পূর্বে স্থায়ীভাবে বিচ্ছিন্নকৃত শিল্প গ্রাহক মেসার্স তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ লি.-এর প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে দেখা যায়, পাশের একটি আবাসিক রাইজার থেকে হোজ পাইপের মাধ্যমে অবৈধভাবে একটি বয়লারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ২৫০ ফুট হোজ পাইপ জব্দ করা হয় এবং আবাসিক রাইজার কিলিং/ক্যাপিং করে বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে গ্রাহকের পূর্বে বিচ্ছিন্ন ভাল্পপিটে ওয়েল্ডিং এর মাধ্যমে ট্যাগিং করে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া, তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ কর্তৃক জোবিঅ-ভৈরব ও জোবিঅ-নরসিংদী এলাকায় ৮টি স্পটে বিশেষ অভিযান পরিচালিত হয়।
পরিদর্শনে বেলাবো ফিলিং স্টেশন এবং এমডি জব্বার জুট মিলসের গ্রাহক হাউজ লাইন মাটির নিচে পাওয়া যায়। গ্রাহককে এ বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা হয়। তবে রাজা ফুড প্রোডাক্টস, রাজা সোপ, বাবুল কেমিক্যাল ওয়ার্কস, খাজা বেকারি, ফাইন মুড়ি ফ্যাক্টরি, মেসার্স বাবুল কেমিক্যালস, শিল্পী টেক্সটাইল এবং সোবহান টেক্সটাইল এন্ড প্রিন্টিংসহ অন্যান্য প্রতিষ্ঠানে কোনো অনিয়ম পাওয়া যায়নি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাসের অবৈধ সংযোগ জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনোভাবেই অবৈধ গ্যাস ব্যবহার বরদাস্ত করা হবে না।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron