

ময়মনসিংহের গফরগাঁওয়ে সেচ্ছাসেবী সংগঠন গ্রন্থ কুঠির গফরগাঁও এর আয়োজনে ৩ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন করা হয় ।
২ দিন ব্যাপী গফরগাঁও সরকারি কলেজ মাঠে “গ্রন্থকুঠির গফরগাঁও” আয়োজনে আজ বুধবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত দুইদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা চলে। গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ উক্ত বই মেলা উদ্ভোধন করেন।
দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলায় কলেজ শিক্ষার্থীসহ অসংখ্য বইপ্রেমীরা ভীড় জমায় তাদের পছন্দের বই ক্রয় করার জন্য।
৩য় দিন ভাষা শহিদদের স্মরণে গফরগাঁও এর কৃতি সন্তান ভাষা শহিদ আব্বুল জব্বার নগরে দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয় । দিনব্যাপী গফরগাঁও সহ আশেপাশের উপজেলার অসংখ্য বইপ্রেমীরা ভীড় জমায় তাদের পছন্দের বই ক্রয় করার জন্য ।
গ্রন্থ কুঠির গফরগাঁও একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন।
‘সংগঠনের মূল উদ্দেশ্য মানুষকে বই মুখি করা’ “গ্রন্থ কুঠির গফরগাঁও” গ্রুপের মাধ্যমে মানুষকে বিনা মূল্যে বই পড়ার সুযোগ করে দেওয়া হয়।
“গ্রন্থ কুঠির গফরগাঁও” গ্রুপে নিজস্ব প্রায় একশো’র বেশি বই রয়েছে।
গ্রন্থ কুঠির পাঠকদের জন্য আরো নতুন বই সংগ্রহ করা হচ্ছে পাঠকদের চাহিদা অনুযায়ী।
বই গুলোর মধ্য প্রায় সকল ধরনের বই পাওয়া যাই,,যেমন: ইসলামিক,সাহিত্য,উপন্যাস,কবিতা ইত্যাদি
সংশ্লিষ্টরা জানান আমাদের লক্ষ্য আগামীতে গ্রন্থ কুঠির গফরগাঁও একটি লাইব্রেরি তে রুপান্তরিত হবে।এতে সকলের সহযোগিতা একান্ত কাম্য। যে কেও আমাদের গ্রন্থ কুঠির গফরগাঁও থেকে বই নিয়ে পড়তে পারবে।
উক্ত বই মেলায় পরিচালনায় ছিলেন সৌখিন পাঠক বুকশপ।