
মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং উপজেলা প্রতিনিধি, কুমিল্লা

গ্রামীণ জনগণকে হয়রানি থেকে রক্ষা করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও ও উপজেলা পরিষদের প্রশাসক তানভীর হোসেন।
সভায় ইউএনও বলেন, স্থানীয় পর্যায়ে সমস্যার সমাধান হলে সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে। এতে মামলা জট অনেকটাই কমে আসবে এবং মানুষ হয়রানি থেকেও মুক্তি পাবে।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, সীমান্ত এলাকায় যৌথ অভিযান, পরিবেশ রক্ষায় গরু ও মুরগির খামার নিবন্ধন এবং বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান দত্ত, আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।