চট্টগ্রাম প্রতিনিধি ||
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসের ভেতরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে নির্যাতনের অভিযোগে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনায় জড়িত বাসের সুপারভাইজার পলাতক রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক মো. লোকমান তারেক (২৬) ও হেলপার মো. হানিফ (৩৬)। পলাতক রয়েছেন বাসের সুপারভাইজার মো. মোবারক হোসেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, মঙ্গলবার কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে উঠেছিল কিশোরীটি। বাসটি সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছালেও, বুধবার ভোর পর্যন্ত তাকে বাসে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।
বুধবার সকালে কিশোরী থানায় এসে অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে সুরক্ষা ও সহায়তা প্রদান করা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron