
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে ফ্লাইট এসভি-৩৮০৩ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার পথে রওনা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট ২০২৫ উদ্বোধন করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌদি আরবের আইন-কানুন মেনে চলার আহ্বান জানান।
প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪,১৮০ জন হজযাত্রী সৌদি আরব গমন করবেন। এর মধ্যে ৮টি ফ্লাইট জেদ্দায় এবং ২টি ফ্লাইট মদিনায় পৌঁছাবে।
হজ ফ্লাইট ও যাত্রী পরিসংখ্যান:
- মোট হজযাত্রী: ৮৭,১০০ জন
- সরকারি ব্যবস্থাপনায়: ৫,২০০ জন
- বেসরকারি ব্যবস্থাপনায়: ৮১,৯০০ জন
- ৩টি এয়ারলাইন্সের মোট ফ্লাইট (প্রাক-হজ): ২৩২টি
- বাংলাদেশ বিমান: ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন
- সাউদিয়া এয়ারলাইন্স: ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন
- ফ্লাইনাস: ৩৪টি ফ্লাইটে ১৩,০৬৫ জন
প্রাক-হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে।
ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।
চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ৫ জুন।