

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে শহরের বাবুরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়।
অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ইসলামিয়া সুইটসকে ১০ হাজার টাকা এবং কেক উৎপাদনে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার কারণে রাহিম বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
এছাড়া অভিযানের সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।