সিঙ্গাপুরের ব্যস্ততম চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে দোকান চুরির ঘটনায় দুই ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২ জুন, বিমানবন্দরের টার্মিনাল ৩–এর ডিপারচার ট্রানজিট এলাকায়।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাত্র এক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন দুই নারীকে শনাক্ত ও আটক করা হয়। তাদের বয়স যথাক্রমে ২৯ ও ৩০ বছর।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চুরি হওয়া পার্স, একটি ব্যাকপ্যাক এবং একটি পারফিউমের বোতল। এসব সামগ্রীর মোট মূল্য ছিল সিঙ্গাপুর ডলার ৬৩৫, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা।
আটক দুই নারীকে আগামী ১০ জুন আদালতে হাজির করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
সিঙ্গাপুর পুলিশ এক বিবৃতিতে বলেছে, “বিমানবন্দর একটি উচ্চ-নিরাপত্তা সম্পন্ন এলাকা। যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে আমরা সবসময়ই বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron