চারুকলায় বর্ষবরণে ফ্যাসিবাদবিরোধী সুর, শোভাযাত্রায় বৈচিত্র্যের মেলা

print news
img

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হলো এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বর্ণিল আয়োজনের এ শোভাযাত্রায় শুধু দেশীয় নয়, বিদেশিরাও অংশ নিয়ে উৎসবকে করে তুলেছেন আরও প্রাণবন্ত।

সোমবার সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং নানা বয়সের মানুষ। পহেলা বৈশাখের চিরচেনা রঙের বাহার ছিল শোভাযাত্রাজুড়ে—লাল-সাদা পোশাক, মুখোশ, বাঁশের তৈরি নানা রকম শিল্পকর্ম আর ঐতিহ্যের প্রতিফলন ঘটেছিল প্রতিটি উপাদানে।

বিশেষ চমক ছিল বিদেশি অংশগ্রহণকারীদের নিয়ে। জাপান, ফ্রান্স, রাশিয়া ও জার্মানিসহ নানা দেশের পর্যটক ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় যোগ দিয়ে নিজেরাও মেতেছিলেন আনন্দে। কেউ গলায় বাঁশি ঝুলিয়ে সুর তুলেছেন, কেউবা লাল-সাদা পোশাকে বাঙালির ঐতিহ্যে নিজেদের মিশিয়ে দিয়েছেন।

শোভাযাত্রায় ব্যবহৃত মুখোশ, পাপেট, বাঁশ দিয়ে তৈরি বিশালাকৃতির বাঘ, পাখি, মাছ ইত্যাদি শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের গ্রামীণ জীবন, প্রকৃতিনির্ভরতা ও সংগ্রামের চিত্র।

চারুকলার এই শোভাযাত্রা শুধু পহেলা বৈশাখ উদযাপন নয়—এটি হয়ে উঠেছে অন্যায়, ফ্যাসিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ এবং সংস্কৃতির একতা ও বৈচিত্র্যের জয়গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *