যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী ৫ মে (রবিবার) তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা আসবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি জানান, ৪ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়ন করবে।
এই ফ্লাইটটি পূর্বনির্ধারিতভাবে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় অবতরণের কথা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটির রুট পরিবর্তন করে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয়, যাতে তিনি সরাসরি ঢাকায় পৌঁছাতে পারেন।
তবে বেগম খালেদা জিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি অন্যান্য যাত্রীদের হয়রানি ও ভোগান্তির কথা চিন্তা করে পূর্বনির্ধারিত রুটেই ফ্লাইটটি পরিচালনার নির্দেশনা দেন। এ সিদ্ধান্তকে দলের পক্ষ থেকে মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছে বিএনপি।
বিএনপি সূত্রে আরও জানা গেছে, খালেদা জিয়ার ফেরাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron