
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ নম্বর ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফ্লাইট থেকে হুইলচেয়ারে করে তাকে নামিয়ে আনা হয়। এ সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
উল্লেখ্য, গত ৮ মে চিকিৎসার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন আবদুল হামিদ। এরপরই তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলাকে ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মামলাটি দায়ের হয়েছিল ১৪ জানুয়ারি।
সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা ছিল জোরদার। তবে তার শারীরিক অবস্থা বা মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron