বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি চীনের সরকারি গণমাধ্যম সিজিটিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস জানান, বাংলাদেশে একটি চীনা সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান ও জনগণের মধ্যে বোঝাপড়াকে আরও সুদৃঢ় করবে।
তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর এবং কিছু শিল্প কারখানা স্থানান্তরের আহ্বান জানান। তার মতে, এতে শুধু বাংলাদেশ নয়, এ অঞ্চলের অন্যান্য স্থলবেষ্টিত দেশগুলোও উপকৃত হবে।
দেশের উন্নয়নের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের দিকে অগ্রসর হচ্ছে। এ যাত্রায় জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “শান্তিই একমাত্র পথ—যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না।”
চীন সফর প্রসঙ্গে ড. ইউনূস আশা প্রকাশ করেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় এবং ফলপ্রসূ হবে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক আজ আরও গভীর এবং তাৎপর্যপূর্ণ। এই সম্পর্ক ভবিষ্যতে দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২৬ থেকে ২৯ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) ২০২৫-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন ড. ইউনূস। এরপরে তিনি বেইজিং সফর করেন, যা প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর প্রথম সরকারি সফর।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron