চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বিএনপি: তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনার ইঙ্গিত

print news
img

নিজস্ব প্রতিবেদক

নতুন সরকার গঠনের পর চীন এ দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে মির্জা ফখরুল জানান, সফরে ‘এক চীন নীতির’ প্রতি বিএনপির অটল অবস্থান চীনা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিস্তা নদী সংস্কার প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের প্রয়োজনীয়তা চীনকে জানানো হলে তারা ইতিবাচক সাড়া দিয়েছে। ভবিষ্যতে চীন যদি এ বিষয়ে কোনো প্রস্তাব দেয়, বিএনপি তা সদয়ভাবে বিবেচনা করবে বলে জানান তিনি।

রোহিঙ্গা ইস্যু নিয়েও চীনের ভূমিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে চীন এবং তারা এ সংকট নিরসনে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

গত ২২ জুন চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে নয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে চীন সফরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৭ জুন তারা দেশে ফিরে আসেন।

এই সফরে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *