বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন মুহাম্মদ ইউনূস। একই অধিবেশনে বক্তৃতা করবেন লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি-মুন এবং মহাসচিব ঝাং জুন।
গতকাল (বুধবার) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান মুহাম্মদ ইউনূস। সফরে তিনি বোয়াও ফোরামের পাশাপাশি চীনের শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন।
আগামীকাল (শুক্রবার) বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে। সফর শেষে ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron