বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন। বুধবার বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় তিনি চীনের হাইনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সফরের শুরুতেই হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিওনহাই বোয়াও ও চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তাকে অভ্যর্থনা জানান।
এর আগে, দুপুর ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার এ সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, "বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
আগামীকাল বৃহস্পতিবার, ড. ইউনূস চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশ নেবেন এবং উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। পরদিন শুক্রবার, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এছাড়া, তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির উদ্যোগ পরিদর্শন করতে পারেন এবং চীনের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কথাও রয়েছে।
শনিবার, পিকিং বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে, যেখানে তিনি একটি বক্তব্য দেবেন। এরপর ওইদিনই তিনি দেশে ফেরার কথা রয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron