চীন সফরে সেভেন সিস্টার্সের (ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য) বিষয়ে বাংলাদেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর ভারত তাদের চিকেন’স নেক অঞ্চলে ভারী অস্ত্রশস্ত্র এবং সেনা মোতায়েন করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়ে জানিয়েছে, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একমাত্র সরাসরি স্থলপথ শিলিগুড়ি, যা চিকেন’স নেক হিসেবে পরিচিত। অধ্যাপক ইউনূস তার চীন সফরে গিয়ে ভারতের সাত রাজ্যকে ল্যান্ডলকড (সমুদ্রবিহীন) উল্লেখ করে বলেন, "বাংলাদেশই একমাত্র দেশ যারা এই রাজ্যগুলোর সমুদ্র ব্যবহারের অধিকারী।" এরপরেই ভারত এই এলাকায় সামরিক প্রস্তুতি জোরদার করতে শুরু করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে থাইল্যান্ডে দুই দিনের সফরে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গেছেন। ধারণা করা হচ্ছে, আজ শুক্রবার ড. ইউনূসের সঙ্গে মোদির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এই বৈঠকটি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূসের সঙ্গে মোদির প্রথম সরাসরি বৈঠক হতে পারে।
ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে চিহ্নিত করেছে এবং জানিয়েছে, উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলা করতে তারা প্রস্তুত। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধানের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, "চিকেন’স নেক কোনো দুর্বল জায়গা নয়, এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল, যেখান থেকে যেকোনো হুমকি মোকাবিলা করতে দ্রুত সেনা মোতায়েন করা সম্ভব।"
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron