ছয় দফা দাবিতে রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

print news
img

ছয় দফা দাবি আদায়ে এবার সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগামীকাল রোববার (২০ এপ্রিল) নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে একযোগে এই কর্মসূচি পালন করবেন তারা।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে আয়োজিত ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর তীব্র প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন। তারা বলেন, ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’—এসব স্লোগান ছিল আন্দোলনের অংশ।

এসময় জোবায়ের পাটোয়ারী বলেন, “আমরা আলোচনায় আগ্রহী, তবে কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি—আমাদের ছয় দফা দ্রুত মেনে নিন, আমরা রাজপথ ছাড়ব। কুমিল্লার ভাইদের ওপর হামলার বিচার ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।”

এর আগে শুক্রবার শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন। গত বুধবার থেকেই রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *