

বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মিকে ফেসবুক ইনবক্সে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ওই নেত্রী তার ফেসবুক ইনবক্সে একাধিক হুমকি মেসেজ পান, যা তাকে আতঙ্কিত করে। এছাড়া, তাকে অশ্রাব্য ভাষায় গালাগালও করা হয়েছে।
এ বিষয়ে উর্মি জানান, তিনি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও বরিশাল মহানগর নেতাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে একটি পোস্ট করেছিলেন। এর পর থেকেই ফেসবুকে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। তবে শুক্রবার সেই আক্রমণ একেবারে মাত্রা ছাড়িয়ে যায়। ফেসবুকে ‘সজীব সরকার’ ও ‘মোহন হোসেন রিজওয়ান’ নামের আইডি থেকে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।
উর্মি দাবি করেন, ‘সজীব সরদার’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনসিপি নেতা এবং তিনি বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্ট ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র। অন্যদিকে মোহন হোসেন রিজন এনসিপির সঙ্গে জড়িত বলে দাবি করেন উর্মি।
এই ঘটনার প্রতিবাদে উর্মি আবারও ফেসবুকে পোস্ট করেন এবং স্ক্রিনশট শেয়ার করেন। তিনি লিখেছেন, “এটা হল NCP-এর কাজ! আপনাদের দেশের জন্য কাজ করা ও নতুন বন্দোবস্ত!! প্রোফাইল লক করে মানুষকে গালি দিচ্ছেন, বাহ! এইভাবে দেশ এগিয়ে যাবে!”
এ বিষয়ে অভিযুক্ত সজীব সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে জানান, “উর্মি আপু এনসিপির নেতাদের সমালোচনা করায় আমি বিরক্ত হয়ে কমেন্ট করেছিলাম। পরে বুঝতে পারি এটা ঠিক হয়নি, তাই সেটি ডিলিট করে দিয়েছি।” তবে তিনি এনসিপির সাথে তার কোনো সম্পর্ক নেই বলে জানান।
অন্যদিকে, ‘রাফি আহমেদ’ নামের একটি প্রোফাইল থেকে উর্মিকে অত্যন্ত মারাত্মক হুমকি দেওয়া হয়, যেখানে তাকে তিন দিন ধর্ষণ করে তার মৃতদেহ ৩০০ ফুট রাস্তার উপর ফেলে রাখার হুমকি দেওয়া হয়। উর্মি এই স্ক্রিনশটও শেয়ার করেন ফেসবুকে।
উর্মি বলেন, “নারীরা সবসময়ই অনলাইনে এবং অফলাইনে বুলিংয়ের শিকার হচ্ছে, তবে এটি অত্যন্ত জঘন্য এবং সীমা ছাড়িয়ে গেছে। রাজনৈতিক সমালোচনা রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত, কিন্তু এই ধরনের আচরণ কাম্য নয়।”