জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার

print news
img

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী আয়েশা খান মারা গেছেন। শুক্রবার (২০ জুন) করাচির গুলশান-ই-ইকবাল এলাকায় নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর

দেশটির সংবাদমাধ্যম জিও টিভির খবরে বলা হয়েছে, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে, প্রায় এক সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছে। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা বিষয়টি তার পরিবারকে জানান, পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে করাচির জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে স্থানান্তর করে।

এরপর মরদেহ ইধি ফাউন্ডেশনের সোহরাব গোঠের মর্গে রাখা হয়। আয়েশা খানের পরিবারের অনুরোধে মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। জানাজা ও দাফনের সময়-স্থান পরে জানানো হবে।

আয়েশা খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আর্টস কাউন্সিল অব পাকিস্তানের সভাপতি আহমেদ শাহ। তিনি বলেন, “দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে পাকিস্তানের নাট্য ও বিনোদন জগতে অসাধারণ অবদান রেখেছেন আয়েশা খান। তার মৃত্যু এ শিল্পজগতের জন্য অপূরণীয় ক্ষতি।”

১৯৪৮ সালে জন্ম নেওয়া আয়েশা খান ছিলেন অভিনেত্রী খালিদা রিয়াসাতের বড় বোন। তিনি পিটিভির জনপ্রিয় নাটক ‘আফশান’, ‘আরুসা’, ‘ফ্যামিলি ৯৩’ তে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। সাম্প্রতিক বছরগুলোতে ‘মেহেন্দি, ‘নাকাব জান, ‘ভরোসা প্যায়ার তেরা’ ও ‘বিসাত এ দিল’সহ একাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তার সবচেয়ে প্রশংসিত কাজগুলোর মধ্যে ‘আফশান’ নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে তিনি এমন এক নারীর ভূমিকায় অভিনয় করেন, যার স্বামী ও ভাই নিরাপত্তাজনিত কারণে দেশ ছাড়ে, আর তিনি সন্তান ও ভাইয়ের মেয়েকে আগলে রেখে স্বামীর ফিরে আসার অপেক্ষায় থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *