জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের জরুরি অবস্থান স্পষ্ট করা এবং কার্যকর রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আট দফা দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন সংগঠন দুটির নেতারা। যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া এবং কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক কিশোর সাম্য।
সংবাদ সম্মেলনে নওশীন নাওয়ার জয়া বলেন, “গত ৫ আগস্ট থেকে আমরা শিক্ষার্থীবান্ধব ও ন্যায়সঙ্গত দাবিগুলো তুলে ধরেছি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না, যা হতাশাজনক।” তিনি আরও বলেন, “বৈষম্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা সচেতন হলেও যথাযথ প্রতিকার মিলছে না। আমরা প্রশাসনের সর্বশেষ অবস্থান স্পষ্ট করে একটি সুস্পষ্ট রোডম্যাপ দাবি করছি।”
গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক কিশোর সাম্য বলেন, “আমাদের আট দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বৃহত্তর ছাত্রসমাজের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
দাবিগুলো হলো:
১. ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনা
২. আহত শিক্ষার্থীদের সকল একাডেমিক ফি মওকুফ
৩. গত ১৫ বছরে সকল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ
৪. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন এবং অগ্রগতির প্রতিবেদন প্রকাশ
৫. ২০ কার্যদিবসের মধ্যে সকল দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র উপস্থাপন
৬. শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন বৃত্তি প্রদান ও আনুপাতিক বাজেট বরাদ্দ
৭. দ্রুত সমাবর্তনের আয়োজন
৮. তিন কর্মদিবসের মধ্যে জকসুর নীতিমালা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সিফাত হাসান সাকিবসহ কেন্দ্রীয় ছাত্র সংসদ ও অন্যান্য নেতাকর্মীরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron