জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের পক্ষ থেকে আরও বেশি নারী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা প্রচেষ্টায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রবিবার (তারিখ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়ার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি নারীর অংশগ্রহণ, মানবাধিকার রক্ষা এবং শান্তিরক্ষী বাহিনীর সক্ষমতা বাড়ানো নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “আমি যা উৎসাহিত করি তা হলো শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি নারীর অংশগ্রহণ।” তিনি জানান, প্রয়োজনে বাংলাদেশ অতিরিক্ত সৈন্য ও পুলিশ পাঠাতেও প্রস্তুত।
জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, নারীদের শান্তিরক্ষায় সম্পৃক্ত করার বিষয়ে জাতিসংঘের একটি নীতিমালা রয়েছে এবং নারীদের কেবল নির্দিষ্ট ভূমিকায় সীমাবদ্ধ না রেখে সব ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে তারা কাজ করছে।
বর্তমানে বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণকারী শীর্ষ তিন দেশের একটি। দেশের ৫,৬৭৭ জন শান্তিরক্ষী বিশ্বের ১০টি সক্রিয় মিশনে কাজ করছে।
প্রধান উপদেষ্টা জানান, জাতিসংঘের পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম (পিপিআরএস)-এর র্যাপিড ডিপ্লয়মেন্ট পর্যায়ে বাংলাদেশের প্রতিশ্রুত পাঁচটি ইউনিট প্রস্তুত রয়েছে।
এছাড়া তিনি রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই অস্থিরতা অব্যাহত থাকলে তা নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে।" রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের একটি প্রতিনিধি দল আগামী ১৩-১৪ মে জার্মানির বার্লিনে জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron