

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন সবাই সামান্য ছাড় দিয়ে জাতীয় ঐকমত্যের পথে আরও একধাপ এগিয়ে আসে। আজ রবিবার (২২ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনের সূচনা বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
আলী রীয়াজ বলেন, “আপনারা আসছেন, আরেকটু আগান। একটু ছাড় দেওয়ার জায়গায় এলে দ্রুত জুলাই সনদ চূড়ান্ত করে এই সংলাপ পর্ব শেষ করা সম্ভব হবে।”
তিনি বলেন, ১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রাম, সহস্র শহীদের আত্মদান ও নিখোঁজ বহু নাগরিকের ত্যাগের প্রেক্ষিতে এ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই সংলাপে অংশ নেওয়া দলগুলো যেন অতীতের ত্যাগ-তিতিক্ষার কথা মনে রেখে যুক্তিসঙ্গত ছাড় দেয়, এটাই প্রত্যাশা।
আলী রীয়াজ আরও বলেন, সংলাপের পাশাপাশি নির্বাচন ও বিচারের প্রক্রিয়া সমান্তরালভাবে চলবে এবং চলতে দিতে হবে। তবে এগুলো দ্রুত সম্পন্ন করার জন্য রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য।
আজকের মূলতবি আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি আলোচনায় আসবে বলে জানা গেছে। আলোচনায় ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
তিনি উল্লেখ করেন, উচ্চ-কক্ষ গঠন, নারীদের প্রতিনিধিত্ব এবং রাষ্ট্রপতি নির্বাচন—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। এসব বিষয়ে আগামী সপ্তাহে আরও গভীর আলোচনা করা হবে।
সোমবার ও মঙ্গলবার সংলাপের বিরতি থাকবে জানিয়ে তিনি বলেন, এ সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় ফোরামে আলোচনার বিষয়গুলো মূল্যায়ন ও পর্যালোচনার সুযোগ পাবে, যা পরবর্তী সংলাপে সহায়ক হবে।
সংলাপ ঘিরে জনগণের প্রত্যাশা যে অনেক, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমাদের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে, এজন্য সবাইকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। প্রয়োজনে নীতিনির্ধারকদের সঙ্গে আবার আলোচনায় বসুন।”