জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ ফের শুরু: আলোচনায় থাকছে সংবিধান, পার্লামেন্ট কাঠামো ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি

print news
img

দুই দিনের বিরতির পর আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আবারও শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সাংবিধানিক ইস্যু আলোচনায় আসছে।

বিশেষভাবে গুরুত্ব পেতে যাচ্ছে—সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাঠামো, দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠন ও নির্বাচন প্রক্রিয়া, এবং রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি

এর আগে গত রবিবার (২২ জুন) অনুষ্ঠিত দ্বিতীয় দফার আলোচনায় প্রধানমন্ত্রী পদে মেয়াদ নির্ধারণ প্রসঙ্গে আলোচনা হয়। প্রস্তাবনা ছিল একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বা ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। ওই বৈঠকে বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল অংশ নেয়, যদিও তখন বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দফার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত। সে সময় মোট ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন।

কমিশন গঠনের মূল উদ্দেশ্য হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন– এসব বিষয়ে বিভিন্ন পক্ষের মতামত নিয়ে জাতীয় পর্যায়ে একটি সর্বসম্মত রূপরেখা চূড়ান্ত করা।

আজকের বৈঠককে কমিশন ‘উল্লেখযোগ্য অগ্রগতির সূচনা’ হিসেবে দেখছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *