সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে খেলাফত মজলিশের সঙ্গে কমিশনের বৈঠকের সূচনায় তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, কিছু বিষয়ে দলগুলোর মতামত মিললেও কিছু ক্ষেত্রে ভিন্নমত রয়েছে। তবে সংলাপের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যেই আলোচনা শুরু হয়েছে, তবে অংশগ্রহণকারীদের আন্তরিক মতামতের ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
বৈঠকের শুরুতে কমিশন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান আলী রীয়াজ। সংলাপে খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের মতামত দেন যে, সংস্কার নিয়ে মতবিরোধ থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে।
শনিবার সকাল সাড়ে ৯টায় খেলাফত মজলিশের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ শুরু হয়, যেখানে নেতৃত্ব দেন অধ্যাপক আলী রীয়াজ ও আহমদ আব্দুল কাদের। জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার কার্যক্রমে ঐকমত্য গঠনের লক্ষ্যে গত ২০ মার্চ থেকে সংলাপ শুরু করেছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron