আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার সকালে ঢাকা-৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩ নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনকে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে তাদের জন্য বিশেষ বুথ থাকবে। ছেলে-মেয়েদের জন্যও আলাদা বুথ থাকবে, পাশাপাশি নারী ও পুরুষের জন্য প্রচলিত পৃথক বুথের ব্যবস্থা থাকছে।
তিনি জানান, নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা থাকবে, যাতে কেন্দ্রীয় ও জেলা পর্যায় থেকে নির্বাচন পর্যবেক্ষণ সম্ভব হয়। এ লক্ষ্যে নতুন করে ৪০ হাজার বডি-অর্ন ক্যামেরা কেনা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো দলের চাঁদাবাজকে আইনের আওতায় আনা হবে।
এর আগে তিনি র্যাব-১০ সদর দপ্তর, কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং কেরাণীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। কারাগারে বন্দিদের খাবার, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron