জাতীয় রাজস্ব বোর্ডে অননুমোদিত অনুপস্থিতি ও শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

print news
img

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীরা কোনো অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে, দেরিতে অফিসে আসলে কিংবা বিনা অনুমতিতে অফিস ত্যাগ করলে তাদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে এনবিআর।

শুক্রবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের ব্যানারে চলমান “সংস্কার ঐক্য পরিষদ” আন্দোলনের কারণে বিভিন্ন দপ্তরের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ফলে আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্যসহ রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে প্রভাব পড়ছে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি কর্মচারীদের চাকরিবিধি অনুযায়ী অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি, অফিস ত্যাগ এবং বিলম্বে উপস্থিতি শৃঙ্খলা পরিপন্থী এবং তা শাস্তিযোগ্য অপরাধ। এসব পরিস্থিতি মোকাবিলায় কাস্টমস হাউস, কর কমিশনারেট এবং ভ্যাট কমিশনারেটসহ মাঠপর্যায়ের সব দপ্তরে উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া অফিস চলাকালে কোনো কর্মকর্তা-কর্মচারী জরুরি প্রয়োজনে দপ্তর ত্যাগ করতে হলে তাকে দপ্তর প্রধানের অনুমতি নিতে হবে এবং অফিস ত্যাগ রেজিস্টারে তা লিপিবদ্ধ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড চলমান অর্থবছরের শেষ দিকে রাজস্ব আদায়ের কার্যক্রম গতিশীল রাখতে এবং শৃঙ্খলা রক্ষা করতে সবাইকে প্রয়োজনীয় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *