ময়মনসিংহ প্রতিনিধি ||
জামালপুরের মেলান্দহ উপজেলায় ভুট্টা খেতে গাঁজা চাষ করছিলেন মো. সাইফুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার দুপুরে জামালপুর ডিবি পুলিশের ডিবি-১ শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। গ্রেফতার সাইফুল ইসলাম মেলান্দহ উপজেলার ৭ নম্বর চরবানী পাকুরিয়া ইউনিয়নের রান্দুনীগাছা গ্রামের মৃত নাদের সরকারের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভুট্টা খেতে লুকানো অবস্থায় গাঁজার গাছ দুটি উদ্ধার করে এবং সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ওসি নাজমুস সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল গাঁজা চাষ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ অভিশাপ, এবং সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron