বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জঙ্গিবাদ সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত তিন শতাধিক ব্যক্তি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। এই জামিনপ্রাপ্তদের তালিকায় যেমন পূর্বে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ও বিচারাধীন আসামিরা রয়েছেন, তেমনি রয়েছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরাও।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, সরকার এই জামিন প্রক্রিয়ার বিষয়ে সতর্ক রয়েছে। তার ভাষায়, “যারা ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাদের অনেকে আবার পুনরায় গ্রেপ্তারও হয়েছেন।” তিনি জানান, এই জামিনপ্রাপ্তদের মধ্যে অনেকে শুধুমাত্র ‘জঙ্গি তকমা’র শিকার হয়েছিলেন, আবার কেউ কেউ প্রকৃত অপরাধেও যুক্ত ছিলেন।
জামিন পাওয়া ব্যক্তিদের একটি বড় অংশ নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে আছে জেএমবি, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরীর, হামজা ব্রিগেডসহ বেশ কয়েকটি সংগঠন। জামিনপ্রাপ্তদের মধ্যে কুখ্যাত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে অভিযুক্ত মুফতি জসীম উদ্দিন রাহমানীও রয়েছেন, যিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত।
রাহমানীর দাবি, আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনও সংগঠনের অস্তিত্বই নেই। তার ভাষ্য, “এই নামে সংগঠন বানানো হয়েছিল দেশের ভাবমূর্তি নষ্ট করে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য।” তিনি জানান, এক যুগের বেশি সময় জেলে থাকার পর আদালত তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মেয়াদ বিবেচনায় জামিন দেন।
অন্যদিকে, বিশ্লেষক নূর খান লিটন মনে করেন, বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে যেমন বাস্তবতা আছে, তেমনি রাজনৈতিক নাটকীয়তাও আছে। তার মতে, “জঙ্গি তকমা লাগিয়ে অনেক নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আবার প্রকৃত অপরাধীরাও এখন জামিন নিয়ে বেরিয়ে আসছেন।” তিনি এটিকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি হিসেবেই দেখছেন।
ভুক্তভোগী পরিবারগুলোও এই জামিনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিহত অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীর পরিবার জানিয়েছে, তাদের কষ্টের বিচারপ্রক্রিয়ায় তারা হতাশ। কারণ, মামলায় দণ্ডিত দুইজন আসামি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন বলে তারা জানতে পেরেছেন।
২০০০ সালের পর থেকে বাংলাদেশে একযোগে ৬৩ জেলায় বোমা হামলা, ব্লগার ও বিদেশি নাগরিক হত্যা, এবং হলি আর্টিজান হামলার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তাই জঙ্গি সংশ্লিষ্ট মামলায় জামিনের বিষয়টি নিছক আইনি প্রক্রিয়া হিসেবে নয়, বরং জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করা হচ্ছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron