

জুলাই-আগস্ট অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গফরগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গফরগাঁও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আর খাইরুল।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান, ফকরুল হাসান, জালাল উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সদস্য মোশারফ হোসেন। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, জাহিদ হাসান স্বপন, মিজানুর রহমান পল্টন, আল-আলামিন জনি, পৌর বিএনপির সাবেক সদস্য শফিক, পৌর বিএনপির সদস্য সেলিম, চরালগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হাজারি, উপজেলা বিএনপির সদস্য বাবুল মাস্টার, যশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান ঢালী, পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিন মাস্টার, টাংগাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমান মেম্বার, সালটিয়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ ও বিএনপি নেতা আব্দুল কুদ্দুস।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য হানিফ খান, বারবারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুল ও মোহসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা তাঁতী দলের সভাপতি রমজান মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক সজীব মিয়া, পৌর কৃষক দলের আহ্বায়ক নাসির মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা সভাপতি ও পৌর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চঞ্চল
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। তারা দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।