

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই-আগস্টেই তাদের সম্মান জানাতে হবে।” শনিবার দুপুরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হবে এই কর্মসূচির প্রথম অনুষ্ঠান।
রিজভী বলেন, “আমরা ১ জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচি আমরা যথাযথভাবে ও ভাবগম্ভীর্যের সাথে পালন করতে চাই। যেসব শহীদের সন্তান গণতন্ত্র ফেরানোর সংগ্রামে প্রাণ দিয়েছেন, তাদের আমরা বিশেষ সম্মান জানাবো।” তিনি আরও জানান, অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে শহীদ পরিবারের সদস্য এবং অতিথিদের জন্য একটি সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা।
তিনি বলেন, “জাতির অনেক অর্জনের মধ্যে জুলাই বিপ্লব একটি বড় অর্জন। আমরা এর প্রথম বর্ষপূর্তি পালন করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়া, যে স্বপ্ন সাধারণ মানুষ দেখে—যেখানে সবাই নিরাপদ জীবন যাপন করতে পারে।”
রিজভী আরও বলেন, “বর্তমানে দেশে অর্থনৈতিক ও সামাজিক সংকট বিদ্যমান। মব কালচারের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। এসব থেকে দেশকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে নিশ্চিত করতে হবে।” একইসঙ্গে তিনি যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, “আমরা আশা করি নির্বাচন কমিশন দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে।”
উল্লেখ্য, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে ১ জুলাই ঢাকায় আয়োজন করা হবে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।