জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।
রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে মুখর করেন শাহবাগ এলাকা। ছাত্রদলের নেতারা জানিয়েছেন, লাখো নেতাকর্মীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সমাবেশে অংশ নিচ্ছেন।
সমাবেশ সম্পর্কে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন,
“আজ শাহবাগে ছাত্রদলের ইতিহাসের সবচেয়ে বড় ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, গত ১৭ বছর গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত ছিল। সেই সময়ে জীবনবাজি রেখে তরুণরা স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়েছে। আজকের সমাবেশ সেই সাহসী তরুণদের সম্মিলিত প্রয়াসের প্রতিফলন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। শাহবাগকে ঘিরে ছাত্রদলের এই মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron