“জুলাই আন্দোলনে শমী কায়সার গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় নতুন তথ্য”

print news
img

জুলাই আন্দোলন সংক্রান্ত রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার সকালেই এ তথ্য প্রকাশ করা হয়।

২০২৪ সালের ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে আটক করা হয়। এর আগে, ১২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে তাকে উত্তরা পূর্ব থানায় করা মামলায় জামিন দেয়া হয়েছিল।

উল্লেখ্য, ওইদিন হাইকোর্ট শমী কায়সারের জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী গঠিত বেঞ্চ এ রায় দেন। হাইকোর্টে শমী কায়সারের পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ এবং আনিসুল হাসান ছিলেন, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও জিসান হায়দার।

এর আগে, শমী কায়সার নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন। এরপর ২০২৪ সালের ১০ ডিসেম্বর, হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়, তবে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে জামিন স্থগিত করার জন্য আবেদন করে। পরবর্তীতে ১২ ডিসেম্বর, আপিল বিভাগ চেম্বার আদালত কর্তৃক স্থগিতাদেশ দেয়, এবং নিয়মিত বেঞ্চে রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে।

এ পরিপ্রেক্ষিতে, হাইকোর্টে শুনানি শেষে শমী কায়সারের জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *