জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় শুনানি শেষ, বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের

print news
img

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশন। সব আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

সোমবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে চিফ প্রসিকিউটর যুক্তি উপস্থাপন করেন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিপক্ষের বক্তব্যের জন্য মঙ্গলবার (২৯ জুলাই) দিন ধার্য করেছে। সেদিন আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন।

এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৬ জনকে।

অন্যদিকে, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *